পশ্চিমবঙ্গের রানিগঞ্জে নির্বাচনী প্রচারণায় গিয়ে আক্রান্ত হলেন আসানসোলের বিজেপি প্রার্থী বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়ের অভিযোগ, শনিবার দুপুরে নতুন এগড়ায় প্রচার চলাকালীন তাকে গ্রামে ঢুকতে বাধা দেন কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক। পুলিশের হস্তক্ষেপে তখনকার মতো বিষয়টি মিটে যায়। এরপর গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন ওই বিজেপি প্রার্থী। সেইসময় তার গাড়ির চালক এবং অন্য এক বিজেপি কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন। বাবুল সুপ্রিয় এলে তাকে হেনস্থা করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে পুলিশে নিষ্কৃতারও। গোটা ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। রিপোর্ট খতিয়ে দেখার পরই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা সুনীল গুপ্তা। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।