এক সময় তিনি পর্নস্টার ছিলেন, তবে তা নিয়ে কোনও অনুতাপ নেই মনের মধ্যে। কারণ অতীততো বদলানো যাবে না। এখনতো তিনি এন্ট্রি নিয়েছেন বলিউডের পর্দায়। ঠিক ধরেছেন, বলছিলাম সানি লিওনের কথা।
সদ্য মুক্তিপ্রাপ্ত 'রাগিনী এমএমএস টু' ছবির সাফল্যের পর সানি জানিয়েছেন, অতীতে পর্নস্টার ছিলেন বলে মোটেও তার অনুতাপ নেই।
এক পত্রিকায় তিনি জানিয়েছেন, 'আমি আমার এতদিনের কেরিয়ারে যা যা করেছি এর মধ্যে কোনও কাজের জন্যই আমার কোনও অনুতাপ নেই। আমার মনে হয় আমি অতীতে যা করেছি তার জন্যই আমি আজ এখানে’।'
তিনি জানিয়েছেন, এটাই নাকি তার জীবনের সবচেয় আকর্ষক সময়। তার ওমন অতীত না থাকলে এমন বর্তমান নাকি হতই না। তাই নিজের পেশা নিয়ে একটুও লজ্জা নেই সানির।