ফিল্ম দুনিয়ায় এখনও তার বাবা এগিয়ে। কিন্তু হিটের তালিকায় অভিষেক বচ্চনের রয়েছে হাতেগোনা কয়েকটি ছবি। হাজারো সমালোচনা তাও হাল ছাড়েননি তিনি। তাই দেখছেন নতুন এক স্বপ্ন।
সম্প্রতি অভিষেক জানিয়েছেন খেলা নিয়ে তিনি একটি ছবি বানাতে চান। তার মনে হয় ভারতে খেলা নিয়ে সেভাবে ছবি তৈরি হয়নি, এর তুলনায় আমেরিকা অনেক বেশি উন্নত।
এমন স্বপ্ন মাথায় ঘুরপাক খেলেও তেমন কোনও আইডিয়া নেই অভিষেকের মাথায়। সম্প্রতি এক কবাডি দলের ফ্যানচাইজীতে নাম লেখানোর পরই ছোটে বচ্চন এমন স্বপ্ন দেখছেন তা বললে ভুল হবে না।