আরও একবার বলিউড বাদশা রেকর্ড করতে চলেছেন৷ বিটাউনের অলি গলিতে খবর- শাহরুখ অভিনীত ছবি 'হ্যাপি নিউ ইয়ার'- এ নাকি বলিউডের সবচেয়ে খরচ সাপেক্ষ্য গানের শ্যুটিং হতে চলেছে৷ কিং খানও আপাতত ব্যস্ত ফারহা খানের নতুন এই ছবির কাজে৷
ফারহা জানিয়েছেন তিনি এখনই এই গানের খরচ নিয়ে কিছু ভাবছেন না তবে স্বীকার করেছেন এতে অনেক টাকাই খরচ হতে চলেছে৷
পুরো বাজেট এই মূহুর্তে ফারহা খান বলতে না চাইলেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ছবির বাজেটের একটা বড় অংশই গানের পেছনে ব্যয় করছেন তিনি। এই ছবিতে শাহরুখ ছাড়াও দীপিকা পাডুকোন, বোমন ইরানি, অভিষেক বচ্চন, সোনু সুদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ এ বছরের দিওয়ালিতে এই ছবি মুক্তি পাবে৷ ছবির সঙ্গে একটা সুপার ডুপার গানও উপহার পাবে তমাম দর্শক সে আর বলতে৷