বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরো আজও যে কতটা খ্যাতনামা তা প্রমাণ করে দিল তারই একজোড়া কানের দুল। সম্প্রতি নিলামে উঠল মনরোর এই কানের দুল যা শেষমেশ বিক্রি হয় ১ লক্ষ ৮৫ হাজার ডলারে।
জুলিয়ান্স অকশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৯৫৫ সালে মেরিলিন এই কানের দুল জোড়া পড়েই 'দ্য রোজ ট্যাটু' ছবির প্রিমিয়ারে এসেছিলেন।