বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় বর্ণিল উৎসবের আমেজে। একই সময়ে ভারতের পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা এবং আসামেও বর্ষবরণ উৎসব পালিত হয়। পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা ও আসামে এই উৎসবের নাম যথাক্রমে বৈশাখী, পাথান্ডু, বিষু ও বিহু। এ উপলক্ষে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শ্রীদেবী, বিপাশা বসু ও ফারহান আখতার। আরও শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের প্রখ্যাত প্লেব্যাক গায়ক ও সংগীত পরিচালক শংকর মহাদেভান। নববষের্র শুভেচ্ছা জানানোর জন্য সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারকে বেছে নিয়েছেন শ্রীদেবী, বিপাশা, ফারহান ও শংকর। 'ইংলিশ-ভিংলিশ' তারকা শ্রীদেবী তার টুইটার-বার্তায় লিখেছেন, 'নতুন বাংলা বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ নববর্ষ।' তিনি আরও লিখেছেন, 'শুভ তামিল নববর্ষ। কামনা করছি, নতুন বছরে আপনাদের জীবনে অনেক সাফল্য আসুক ও উন্নতি হোক।' বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী বিপাশা বসু সংক্ষিপ্ত এক টুইটার-বার্তায় লিখেছেন, 'সবাইকে বৈশাখের শুভেচ্ছা।'
'ভাগ মিলখা ভাগ'খ্যাত বলিউডের অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা ফারহান আখতার টুইট করেছেন, 'বিষু, বিহু ও বৈশাখী উপলক্ষে সবার প্রতি শুভ কামনা রইল। নতুন বছর আপনাদের জীবনে নতুন বার্তা বয়ে আনুক।'