পহেলা বৈশাখে আজব রেকর্ডস-এর ব্যানারে বাজারে এসেছে সুজনের দ্বিতীয় অ্যালবাম 'ভবঘুরে'। অ্যালবামে গান আছে ১০টি। মেলোডি, রক, ফোক ও একটি ইংরেজি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো- যে বুকে, হয়তো এ রাত, ভবঘুরে, ভুগে ভুগে, ইউ ইত্যাদি। অ্যালবামটিতে সংগীত পরিচালনার পাশাপাশি এতে গানও লিখেছেন সুজন। এতে আরও গান লিখেছেন মুন, আশিক ও মনি। অ্যালবাম প্রসঙ্গে সুজন বলেন, এটি আমার দ্বিতীয় অ্যালবাম। আগের অ্যালবামটির নাম ছিল হলো মন। আমি এবার চেষ্টা করেছি একটু ভিন্ন ধারার গান দিয়ে অ্যালবামটি সাজাতে। আশা করছি গানগুলো ভালো লাগবে।