২০১২ সালে মুক্তি পাওয়া 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবির সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের পর মুক্তিপ্রতীক্ষিত 'টু স্টেটস' ছবির সহ-অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও আলিয়া ভাটের প্রেমের খবর চাউর হয়েছে। কিন্তু সম্প্রতি নিজেকে সম্পূর্ণ একা বলেই দাবি করেছেন আলিয়া। প্রেমের সম্পর্কে জড়ানোর মতো পছন্দের কোনো মানুষ এখনো খুঁজে পাননি তিনি। আলিয়ার ভাষ্য, 'এ মুহূর্তে আমি সম্পূর্ণ একা। আমার মনের মানুষের মধ্যে কয়েকটি গুণ অবশ্যই থাকতে হবে। তাকে বিশ্বাসী ও অনুগত হতে হবে। তাকে এমন একটি পরিবারের ছেলে হতে হবে, যেখানে প্রত্যেক সদস্যের মতামতের গুরুত্ব দেওয়া হয়। এমন গুণের ছেলের খোঁজে আছি। পেলেই গলায় মালা পরাবো।'