বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত ভূপেন হাজারিকাকে নিয়ে কল্পনা লাজমি পরিচালিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনটি ভাষায় নির্মিত হবে হাজারিকার এই বায়োপিক। ইংরেজিতে ছবির নাম হবে 'দ্য টেম্পেস্ট', বাংলায় নামকরণ করা হবে 'কালবৈশাখী' এবং অহমিয়া ভাষায় নির্মিতব্য ছবির নাম হবে 'ধুমুহা'।
লাজমি নিজে প্রসেনজিতের ভূপেন হাজারিকার চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। লাজমির মতে, হাজারিকার মতো একজন শিল্পীর চরিত্রকে শুধু প্রসেনজিৎই নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবেন। লাজমি বলেন, 'প্রসেনজিৎ ছাড়া ভূপেনদা'র অসাধারণ চরিত্র বড় পর্দায় আর কেউই ফুটিয়ে তুলতে পারবেন না।'