বীনা মালিক পাকিস্তানি হলেও এই অভিনেত্রী ভারতেও বেশ জনপ্রিয়। তবে তিনি বিতর্ক কুইন হিসেবেই বেশি পরিচিত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে তিনি নাকি নেড়া হয়ে যাবেন। বুধবার বীনা তার ট্যুইটার অ্যাকাউন্টে ট্যুইট করেছেন এই কথা।
অবশ্যই ভারতে যেভাবে মোদী ঝড় শুরু হয়েছে তাতে অনেক সুন্দরীই মোদীর দিকে ঝুঁকেছেন। এমনকি মোদীর প্রেমে পড়ে নগ্ন ফটোশ্যুটও সেড়ে ফেলেছিলেন দক্ষিণী অভিনেত্রী ও মডেল মেঘনা পাটেল। এছাড়া রাখী সাওয়ান্ত থেকে মল্লিকা সারাওয়াত সকলেই মোদীকে সাপোর্ট করছেন।