পার্থ বড়ুয়া মূলত সংগীতশিল্পী। কিন্তু তিনি মাঝে-মধ্যে অভিনয় করেন। এদিকে তারিন জাহান মূলত অভিনেত্রী। কিন্তু মাঝে-মধ্যে গান করেন। দু'জনে এদিকে ভালো মিল রয়েছে। আরেকটি মিল করেছে তাদের মধ্যে, সেটা 'মনোযোগ'। গান-অভিনয়- দুমাধ্যমে কাজ করলেও তারা মনোযোগ দিয়ে করেন। দীর্ঘদিন আগে পার্থ-তারিন জুটি হয়ে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘদিনের বিরতি। দুজন আবার জুটি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। আজ থেকে কক্সবাজারে তারা শুটিং শুরু করছেন। রুদ্র মাহফুজের রচনা এবং সাখাওয়াৎ মানিকের পরিচালনায় 'অপরাহ্ন' শিরোনামের একক নাটকে তারা অভিনয় করছেন। এ নাটকে আরও অভিনয় করছেন উর্মিলা এবং কাজী উজ্জ্বল। নাটকের গল্পে দেখ যাবে- পার্থ বড়ুয়া একজন সুপারস্টার গায়ক। তিনি কঙ্বাজারে কনসার্ট করতে গেছেন। এদিকে তারিন পরিবারের সঙ্গে কঙ্বাজার থাকেন। তারা বাবা সেখানে চাকরি করেন। তারিনের ছোট বোন পার্থ বড়ুয়ার ভক্ত। ছোট বোনের অনুরোধে তারিন পার্থর কনসার্ট দেখতে যায়। কিন্তু যাওয়ার কোনোই ইচ্ছে ছিল না তারিনের। কারণ পার্থও সঙ্গে তারিনের একটি অতীত আছে। সে অতীত ভালোবাসা সংক্রান্ত। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, 'মিষ্টি প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করছি। পার্থ দা এবং তারিন আপার মতো তারকা নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। তাদের অভিনয় অতুলনীয়।'