শেষ হচ্ছে চলচ্চিত্র সংসদ আন্দোলনের অনুষ্ঠান
আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে শেষ হচ্ছে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী কার্যক্রম। অনুষ্ঠানমালার সমাপনী আয়োজনে চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রবীণ ও নবীন কর্মীদের পুনর্মিলনী ছাড়াও চলচ্চিত্র আন্দোলনে অবদান রাখার জন্য সম্মাননা জানানো হবে। এই আয়োজনে তিনজন চলচ্চিত্র সংসদ ব্যক্তিত্বকে সুবর্ণজয়ন্তী পদক প্রদানের পাশাপাশি ৩১ জনকে প্রদান করা হবে সুবর্ণজয়ন্তী স্মারক সম্মাননা। চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবর্ণজয়ন্তী পদক পাচ্ছেন চলচ্চিত্রকার আলমগীর কবির [মরণোত্তর], চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মাহবুব জামিল ও মুহম্মদ খসরু।
তিন দিনব্যাপী গণসংগীত উৎসব
আজ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিনব্যাপী গণসংগীত উৎসব।বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে বিকাল ৪টায় এই উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংগঠনের সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সংগীত পরিচালক সুজেয় শ্যাম। ২০ এপ্রিল শেষ হবে উৎসব।
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব
উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সদ্যপ্রয়াত সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ৯ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রতিদিন একটি করে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের চলচ্চিত্রগুলো হলো দেবদাস, চম্পাকলি, মমতা, অাঁধি, বোম্বে কা বাবু, জীবন তৃষ্ণা, মরণের পরে, সন্ধ্যা দীপের শিখা, ত্রিযামা।
কাল 'কঞ্জুস'র ৬৩৯তম মঞ্চায়ন
আগামীকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নাটক 'কঞ্জুস'র ৬৩৯তম মঞ্চায়ন। নাট্যকার মলিয়েরের 'দ্য মাইজার' অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন লিয়াকত আলী লাকী।
আজ সন্ধ্যায় 'কমরেডস হাত নামান'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক 'কমরেডস হাত নামান' প্রবীর দত্তের রচনায় নাটকটির নির্দেশনায় আছেন অসীম দাস।
ভারত-বাংলাদেশ যৌথ পরিবেশনা রবীন্দ্রআলেখ্য
ভারতীয় দূতাবাসের আয়োজনে গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ভারত- বাংলাদেশ যৌথ পরিবেশনা রবীন্দ্রআলেখ্য 'রইলো তাঁহার বাণী রইলো ভরা সুরে'। স্বরের সঙ্গে সুরের এ পরিবেশনায় অংশগ্রহণ করবে ভারতের বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা এবং বাংলাদেশের বাচিক শিল্পী সামিউল ইসলাম পোলাক।
ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে শিল্পকর্ম প্রদশর্নী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ১১ দিনব্যাপী শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের একক শিল্পকর্ম প্রদর্শন শুরু হয়েছে। গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী ও শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক সৈয়দ জাহাঙ্গীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম সেলিনা আফরোজা এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। জাতীয় চিত্রশালার গ্যালারিতে প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উম্মুক্ত থাকবে।
তারেক মাসুদ স্মরণে নাটক
তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনা 'আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা' নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। লুইজি ব্রায়ান্টের 'দ্য গেইম' অবলম্বনে নাটকটির ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। অভিনয় করেছেন চন্দন বোস, সংগীত মিত্র, সৈয়দা রুনা মাসুদ, জগদীশ বিশ্বাস, চিন্ময়ী গুপ্তা, এহসান পনির, রুবিনা আক্তার, তাহমিনা রহমান শিমু প্রমুখ।