ধীরে ধীরে বলিউডে নিজের শেকড় ছড়িয়ে দিচ্ছেন আনুশকা শর্মা। ক্যারিয়ারের শুরু থেকেই ভালো নির্মাতা এবং প্রথমসারির অভিনেতাদের বিপরীতে অভিনয় করছেন তিনি। তার অভিনীত চরিত্রগুলোতেও ছিল ব্যতিক্রম। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন যশরাজ ফিল্মসের আরও একটি ছবিতে। ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। ছবিতে তাকে দেখা যাবে একজন নারী গ্যাংস্টারের ভূমিকায়। এ জন্য বর্তমানে প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, এর জন্য সাঁতারও শিখছেন বলিউডের হার্টথ্রব এই অভিনেত্রী।