বছর শেষে শাবনূর একসঙ্গে তিন অনুষ্ঠান করবেন। নিজের জন্মদিন, ছেলের আকিকা এবং নিজের বিয়ের অনুষ্ঠান। পাশাপাশি নিজের অসমাপ্ত ছবির কাজগুলোও শেষ করবেন। এছাড়া অস্ট্রেলিয়ায় অনেকদিন হলো। সবমিলিয়ে আসছে জুন মাসে দেশে ফিরছেন শাবনূর। অনেকদিন ধরেই দেশের জন্য মন টানছে শাবনূরের। কিন্তু ছেলে আইজানের জন্য পারেননি। আইজানের বয়স এখন সাড়ে তিন মাস। বয়স ছয় মাস পূর্ণ না হলে বিমানে চড়া নিষেধ। পাশাপাশি ছেলের টিকার কোর্সও রয়েছে। সবকিছু চুকিয়েই শাবনূরকে ফিরতে হবে। শাবনূর জানান, দেশে ফিরে চলচ্চিত্রে আবার নিয়মিত অভিনয় করবেন তিনি। নির্মাতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।