একটি টিভি অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, রণবীর সিং, ফারহান আখতারের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা। লাল রঙের স্যুট-প্যান্ট পরে অনুষ্ঠান সঞ্চালক ও আমন্ত্রিত অতিথি তারকাদের সঙ্গে আলাপচারিতার সময় দেখা যায়, দীপিকার স্যুটের ডানদিকের আস্তিনের কিছু অংশ ছেঁড়া। বিষয়টি আরও স্পষ্টভাবে ধরা পড়ে অনুষ্ঠানের সেটে তিনি যখন অমিতাভকে আলিঙ্গন করেন। সাংবাদিক, লেখিকা ও চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়ার উপস্থাপনায় 'দ্য ফ্রন্ট রো উইথ অনুপমা চোপড়া' টিভি অনুষ্ঠানে এই কাণ্ড ঘটেছে। এতে প্রচণ্ড বিব্রত হতে হয়েছে ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রীকে। তারকাদের পোশাক বিভ্রাট নতুন নয়। এ ধরনের ঘটনা নিয়ে অনলাইনে মাতামাতি হয়।