১০ মে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ছিল শুধু তাদের হাতে প্রধানমন্ত্রীর হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া। এবার সেই দিনক্ষণও ঠিক হয়ে গেল। আগামী ১০ মে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে কয়েকবার তথ্য মন্ত্রণালয় থেকে সব কিছু আয়োজন করেও প্রধানমন্ত্রীর সময় না পাওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়। ১০ মে বিকাল ৪টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।