আবার খবরে টম ক্রুজ। বেশ কয়েক মাস ধরে অভিনেত্রী লরা প্রেপনের সঙ্গে গোপনে প্রেম করছেন তিনি। গত শরৎ থেকেই তারা একে অপরের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ করছেন। তবে তারা সম্পর্ক গোপন রাখার চেষ্টা করছেন। ৫১ বছরের টম ক্রুজ ও ৩৪ বছরের লরার প্রেমের কথা প্রথম প্রকাশ পায় গত বছরের নভেম্বরে। তখন লসএঞ্জেলেসে দুজনকে একসঙ্গে এক নৈশভোজে দেখা যায়। তবে দুজনের মুখপাত্রই তাদের প্রেমের খবর অস্বীকার করে আসছেন।
২০১২ সালের গ্রীষ্মে ক্যাটি হোমসের সঙ্গে টমের বিচ্ছেদ ঘটে। তারপর থেকে টমকে প্রকাশ্যে কারও সঙ্গে প্রেম করতে দেখা যায়নি। এবারই প্রথম তার প্রেমের খবর ছড়িয়েছে।