পর্ণ জগত থেকে বেরিয়ে এসে বলিউড ভালোই মাতালেন সানি লিওন। এবার তার নজর তামিল ছবির দিকে। রাগিনী এমএমএস২ ছবির সাফল্যের পর এবার সানি লিওনকে দর্শকরা আবিস্কার করবে তামিল ছবি ‘ভগাকরি’- তে ৷ যদিও এ ছবিতে একটা ছোট চরিত্রে দেখা দেবেন সানি, তবে চরিত্র যাই হোক দর্শক হৃদয়ে ভাইব্রেশন দেওয়া সানির চিরাচরিত আবেদন কিন্তু ঠিকই থাকছে। সানির ঘনিষ্ঠরা বলছেন, 'ভগাকরি' দিয়ে শুরু, তামিল জগতে রাজ করাই এখন সানির লক্ষ্য।
এদিকে এই ছবিতে অভিনয়ের জন্য সানি নাকি এককোটি টাকা নিয়েছেন৷ এই ছবিতে সানি এক্কেবারে ভারতীয় সাজে দর্শদের সামনে আসতে চলেছেন৷ শাড়ী পরে, মাথায় ফুল লাগিয়ে পর্দায় আসবেন তিনি৷ ছবিতে রয়েছে সানির একটা আইটেম গানও। সম্প্রতি এই ছবিরই শ্যুটিং হল চেন্নাইতে৷ সানির এই চাহিদা থেকেই বোঝা যাচ্ছে হিন্দি ছবি ছাড়া দক্ষিণ ভারতের ছবিতেও নিজের ছড়ি ঘোরাবেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এ পর্ণ তারকা।