মডেলিং করেছেন শুরুতে। তারপর দীর্ঘদিন অভিনয় করেছেন। সুঅভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন। এখন শুরু করছেন পরিচালনা। নারী নির্মাতাদের তালিকায় যোগ হচ্ছে আরও একটি নাম। বলা হচ্ছে তানিয়া আহমেদের কথা। প্রথমবারের মতো তিনি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। 'গুড মর্নিং লন্ডন' শিরোনামের এ চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। আগামী জুন থেকে এর শুটিং শুরু হবে। বাংলাদেশ এবং লন্ডন মিলিয়ে শুটিং হবে। তবে এখনো চলচ্চিত্রের জন্য অভিনয়শিল্পী চূড়ান্ত করেননি তানিয়া। ভাবনায় আছেন অনেকে। তিনি বর্তমানে ব্যাংকক রয়েছেন শুটিংয়ে। দেশে ফিরে অভিনয়শিল্পী চূড়ান্ত করে চলচ্চিত্রের ঘোষণা দেবেন।