এবার ইমরানের গানের মিজজিক ভিডিওতে মডেল হলেন এ সময়ের আলোচিত মডেল তানজিন তিশা। গত বছরের শুরুতে ইমরান প্রকাশ করেন নিজের দ্বিতীয় একক অ্যালবাম 'তুমি'। সেই অ্যালবামেরই 'শেষ সূচনা' শিরোনামের গানটিতে তার সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে তানজিন তিশাকে। সম্প্রতি কোক স্টুডিও এবং খিলক্ষেতের কিছু লোকেশনে ভিডিওটির শুটিং হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন, রাবি্ব এম এফ আর। 'আমি আছি শেষের পথে তুমি সূচনায়, স্মৃতি এসে এক করে দেয় তোমায় আমায়/মেঘ পোড়া রোদ আর রোদে ভেজা মেঘ, ছুঁয়ে ছুঁয়ে যায় আজো আমার আবেগ'-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। এ প্রসঙ্গে ইমরান বলেন, 'এই গানটি আমার অনেক পছন্দের। প্রকাশের পর থেকেই সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আসছি। অনেকেই মিউজিক ভিডিওতে গানটি প্রত্যাশা করেছিলেন। সেই ভাবনা থেকেই করা। আমার অন্য সব মিউজিক ভিডিও থেকে এটি আলাদা হয়েছে। আশা করি, সবাই পছন্দ করবেন।' ইমরান আরও বলেন, 'তানজিন তিশার উপস্থিতি মিউজিক ভিডিটিকে ভিন্নমাত্রা দিয়েছে। এটির ভিডিওগ্রাফি, কালার, লোকেশন মুগ্ধ হওয়ার মতো! সবাই দেখলেই সেটা বুঝতে পারবেন।'