গ্রিক পুরাণের নায়ক হারকিউলিসকে নিয়ে কল্পকথাগুলো প্রায় আড়াই হাজার বছরের পুরনো। তবে ডুয়েইন 'দ্য রক' জনসন অভিনীত হলিউডের 'হারকিউলিসের' নতুন ট্রেইলার অনুযায়ী গল্পে পুরাণ অনুসরণের পাশাপাশি থাকছে নতুন অনেক মোড়। ইয়াহু বলছে, সরাসরি গ্রিক পুরাণ অনুযায়ী গড়ে ওঠেনি হারকিউলিসের প্লট। বরং চিত্রনাট্য লেখা হয়েছে ক্রিস বলসিন আর স্টিভ মুরের লেখা কমিক বুক 'হারকিউলিস : দ্য থ্রেশিয়ান ওয়ার' অবলম্বনে। ২০০৮ সালে প্রকাশিত কমিক বইটিতে অনেক কিছুই বদলে দিয়েছিলেন লেখকরা। সিনেমাতেও নিমিয়ান সিংহ, লার্নিয়ান হাইড্রা, ইরিমান্থিয়ান ভালুক আর নরকের প্রহরী সার্বারাসের সঙ্গে লড়বে এই গ্রিক নায়ক।