দ্বিতীয়বারের মতো একটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। নাটকের নাম 'বাইকম্যান'। রচনা করেছেন নাজনীন হাসান। পরিচালনা করেছেন বি ইউ শুভ। আসছে ঈদে টিভি অনুষ্ঠানমালায় নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়। অপূর্ব বলেন, 'প্রায় বছর দেড়েক আগে মেহজাবীনের সঙ্গে নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলাম। নতুন নাটকে অভিনয় করতে এসে যে বিষয়টি আমার চোখে পড়েছে তা হলো, অভিনয়ে দারুণ ম্যাচুরিটি এসেছে মেহজাবীনের।' নাটকটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়া।