সাউথ থেকে বলিউডে এসেই ভোল পালটে দিলেন তামান্না৷ বলিউডের সিনেমাতে পা দিয়েই মিষ্টি নায়িকা তামান্নার মোটে দুটো আবদার৷ বিকিনি পরবেন না, আর নায়ককে চুমু খাবেন না! লে হালুয়া! চুমু-বিকিনি ছাড়া কি আর বলিউডে টেকা যায়? কত এল, কত গেল৷ বড়জোর দু’ তিনটে সিনেমা৷ আর যারা আসলেন বিকিনি গায়ে দিয়েই তারা তো দিব্য থাকলেন টিকে৷ এই যেমন সানি লিয়ন, কম কাপড় পরেই বক্স অফিসে বাজিমাত করে চলেছেন একের পর এক। এখন তো পূজা ভাট থেকে একতা কাপুর সবাই তার যৌনতাকে ক্যাশ করতে চাইছেন। তাহলে তামান্না টিকবে কীভাবে?
তবে তামান্নার সোজা জবাব৷ ‘অভিনয় করতে চাই৷ অভিনয় নিয়ে মানুষের মনে ঢুকতে চাই। শরীর দেখিয়ে হিট হতে চাই না৷’
খুব শীঘ্রই মুক্তি পাবে তামান্না অভিনিত ‘হামশকলস’৷ যতই কথা বলুন না কেন তমান্না, এই ছবিতে তিনি কিন্তু বাধ্য হয়েছেন বিকিনি পরতে৷ তা বাধ্য না হয়ে যাবেন কোথায়? পাশে যদি বিপাশা বসু বিকিনি পরে জল থেকে উঠে গোটা নজরটাই কেড়ে নেন, তামান্না কি বসে বসে তামাশা দেখবেন?