বলিউড সেলেবদের ট্যাটু কাণ্ডে তাল মেলাতে আলিয়া ভাটও ঘাড়ে এঁকে ফেললেন 'পটাকা' ট্যাটু!
পটাকা ব্যাপারটা বেশ পছন্দ আলিয়ার। 'হাইওয়ে' ছবির পটাকা কুড়ি গানটা থেকেও বেশ প্রভাবিত তিনি। তাই সেই গানকেই লাকি মার্ক করে পটাকা ট্যাটু এঁকে ফেললেন আলিয়া ভাট।
তবে শোনা গেছে, নতুন ছবি 'হামটি শর্মা কি দুলহানিয়া'য় পারফেক্ট পাঞ্জাবি মেয়ের সাজে সাজতে এই ট্যাটু এঁকেছেন তিনি৷