কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্যাশন আইকন পুরস্কারটি জিতলেন গায়িকা-অভিনেত্রী রিয়ান্না। তিনি যে পুরস্কারটির জন্য পুরোপুরি যোগ্য, সাজগোজে সেটারও প্রমাণ দিলেন এই অনুষ্ঠানে। চোখ ধাঁধিয়ে দেওয়া একটি পোশাকে সেজে এসেছিলেন এই ২৬ বছর বয়সী। পোশাকটি ডিজাইন করেছেন অ্যাডাম সেলম্যান। চমকপ্রদ ব্যাপার হলো, পোশাকটি ২ লাখ ১৬ হাজার হীরায় খচিত। পোশাকটি এমনই পিনপিনে যে রিয়ান্নার শরীরের প্রতিটি বাঁক কারও চোখ এড়ায়নি। পুরো পিঠ খোলা, বুকে কোনো অন্তর্বাস নেই, উজ্জ্বল ও স্বচ্ছ পোশাকটিতে তাকে অসাধারণ লাগছিল। সবার চোখ ধাঁধিয়ে যায় এতে।