'দখিনা সুন্দরী'
শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে শুরু হচ্ছে 'দখিনা সুন্দরী' নাটকের তিন দিনব্যাপী মঞ্চায়ন। থিয়েটার এঙ্ নাট্যদলের প্রযোজনার এই নাটকটির নির্দেশনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে অভিনয় করবেন দলটির নিয়মিত নাট্যকর্মীরা।
'স্বপ্ন পথিক' ও 'বিসর্জন'
কাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের 'স্বপ্ন পথিক'। এই নাটকটির নির্দেশনায় রয়েছেন মামুনুর রশীদ। এ ছাড়া একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে চট্টগ্রামের তির্যক নাট্যদলের নাটক 'বিসর্জন'।
'রুদ্ররবি ও জালিয়ানওয়ালাবাগ'
১৯ জুন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমির রেপার্টরি প্রযোজনার নাটক 'রুদ্ররবি ও জালিয়ানওয়ালাবাগ'।
আজ 'কঙ্কাল'
আজ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাট্যতীর্থ নাট্যদলের 'কঙ্কাল' নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। ব্যতিক্রমী গল্পের এই নাটকটিতে অভিনয় করবেন দলের নিয়মিত নাট্যকর্মীরা।
শেষ হচ্ছে অপূর্ব রঞ্জন বিশ্বাসের প্রদর্শনী
১৯ জুন অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার জুম গ্যালারিতে শেষ হচ্ছে শিল্পী অপূর্ব রঞ্জন বিশ্বাসের 'প্রকৃতি ও মাটিঘেঁষা মানুষ' শীর্ষক ৯ম একক চিত্র প্রদর্শনী। প্রায় ২০টি অ্যাক্রেলিক ও পেন অ্যান্ড ইনক মাধ্যমে আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
২০ জুন 'রক্তকরবী'
২০ জুন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাগরিক নাট্যসম্প্রদায়ের নিয়মিত প্রযোজনার নাটক 'রক্তকরবী'। বিশ্বকবির উপন্যাস অবলম্বনে এই নাটকটির নির্দেশনায় রয়েছেন দলপ্রধান আতাউর রহমান। শোবিজ প্রতিবেদক