সাদা-নীল সত্যপল শাড়িতে যেন রূপের ছটা ছড়াচ্ছিল বলিউড হট কারিনা কাপুর। ভীড়ের মাঝেও তাকে খুঁজে পেতে বেগ পেতে হয়নি ভক্তদের। সবই ঠিক ছিল কিন্তু কালো রংয়ের বিকিনি ব্লাউজটাই যত সর্বনাশ করল। প্রায় খোলা পিঠের ওই ব্লাউজটাকে আটসাট করতে ব্যবহার করতে হয়েছিল সেফটিপিনটি। আর কারিনার নির্দাগ পিঠের খোলা অংশে চোখ যেতেই সেফটিপিনটা যেন চোখের মধ্যে এসে গেঁথে যাচ্ছিল। একটা সেফটিপিনই মাটি করে দল করিনার 'গ্ল্যাম লুক'।
অনেকে বিষয়টা ধরিয়ে দিতে গিয়েও চুপটি করে গেল- পাছে হিতে বিপরীত হয়। বলিউডের অন্যতম স্টাইল আইকন বলেই পরিচিত অভিনেত্রী করিনা কাপুর। তার ফ্যাসন মন্ত্র অণুকরণ করা তরুণী-যুবতীর সংখ্যাও নেহাত কম না। কিন্তু পিসতুতো ভাই আরমান জৈনের নতুন ছবি লেকর হাম দিওয়ানা দিল-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠানে করিনার পোশাক বিপর্যয়ের যে দৃশ্য দেখা গেল তাতে নাক কুঁচকেছেন কারিনার অতিভক্তরাও।