‘প্যারাসুট অ্যাডভান্সড বেলিফুল স্টাইলস হেয়ার অফ দ্য ক্যাম্পাস’ প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন নিপুণ। এটাই প্রথমবারের মতো এরকম একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করা তার। এর আগে এনটিভিতে প্রচারিত জোকস্-ভিত্তিক রিয়ালিটি শো ‘হা শো’-র বিচারক ছিলেন তিনি।
এ বিষয়ে নিপুণ বলেন, ‘আমি এ প্রতিযোগিতার ঢাকা জোনের বিচারক। সারাদেশ থেকে ১০০ জনকে নির্বাচন করা হয়েছে। এর থেকে বিচারক হিসেবে ২০ জনকে বেছে নেয়ার দায়িত্ব আমার।’
জিটিভিতে প্রচারিত এ অনুষ্ঠানে খুব শিগগরিই মুনমুন আহমেদ, ইকবাল আহমেদ, বিপ্লব সাহা ও শারমীন লাকীকেও বিচারকের আসনে দেখা যাবে।