সিনেমার শুটিংয়ের জন্যে দেরাদুন গিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। তার থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানকার একটি নামী হোটেলে। কিন্তু শ্রুতির সেখানে থাকার কথা গোপন রাখা যায়নি। আর এতেই দেখা দেয় যত বিপত্তি। এক ভক্ত নেশার ঘোরে মাঝরাতে গিয়ে উপস্থিত হন শ্রুতির ঘরের সামনে। জোরে জোরে ধাক্কা দিতে শুরু করেন দরজায়।
যখন শ্রুতি জিজ্ঞাসা করেন কী প্রয়োজন তখন উত্তরে সেই মদ্যপ যুবক বলেন যে, তার জন্যে ফোন আছে। এর পরেই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন শ্রুতি। তারা এসে মদ্যপ যুবককে তুলে দেয় পুলিশের হাতে।
তবে এমন অভিজ্ঞতা শ্রুতির কাছে প্রথম নয়। গত বছরও এক অন্ধুভক্ত পিছু নিয়েছিল শ্রুতির। তিনি যেখানেই যেতেন সেখানেই পৌঁছে যেত সেই ভক্ত।
আবার আর এক জন তো একটি রিহার্সালের মধ্যে শ্রুতির অজান্তে কিছু ছবি তুলে তা পোস্ট করে দেয় ফেসবুকে। তা নিয়েও বেশ হইচই পড়ে গিয়েছিল।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।