রণবীর কাপুরের প্রেমে হাবুডুবু খেয়ে দীপিকা ঘাড়ে এঁকেছিলেন আরকে ট্যাটু। আর ব্যর্থ প্রেমের কারণে সে ট্যাটু মুছেও ফেলবেন তিনি, এমনটাই খবর শোনা গিয়েছিল। কিন্তু এবার নতুন খবর শোনা যাচ্ছে, নতুন এক ট্যাটু আঁকতে চলেছেন দিপীকা।
জানা গেছে, দীপিকার ঘনিষ্ট বন্ধু হোম আদজানিয়াই দীপিকাকে এই নয়া বুদ্ধি দিয়েছেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ট্যাটুতে কি রণবীর সিংয়ের নাম লিখতে চলেছেন দীপিকা?