চলতি বছর নতুন আট নায়িকা বেশ সম্ভাবনা নিয়ে এগুচ্ছেন। এদের কারও দু-একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, কারও আবার অভিষেক ঘটতে যাচ্ছে। ঢালিউডের শিল্পী সংকট উত্তরণে এই নায়িকারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা চলচ্চিত্রকারদের।
মম: লাক্স-চ্যানেল আই তারকা জাকিয়া বারী মম গত বছর চুক্তিবদ্ধ হন ‘প্রেম করবো তোমার সাথে’ চলচ্চিত্রে। বর্তমানে চলচ্চিত্রটির শুটিং শেষ পর্যায়ে, শীঘ্রই মুক্তি পাবে। এ ছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তার।
পিয়া: জান্নাতুল ফেরদৌস পিয়ার মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রগুলো হচ্ছে— ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাং স্টার রিটার্ন’, ‘প্রবাসীর প্রেম’ ইত্যাদি। এ ছাড়া আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন পিয়া।
অমৃতা খান: মডেল অমৃতা খান ২০১৩ সালে কাজ শুরু করেন দুটি চলচ্চিত্রে। এখনো এগুলোর কাজ চলছে। চলচ্চিত্রগুলো হচ্ছে— অন্তরে অন্তরে এবং গেম। দুটি চলচ্চিত্রই এ বছর মুক্তি পাবে। এ ছাড়া আরও কয়েকটি চলচ্চিত্রে শীঘ্রই কাজ শুরু করবেন তিনি।
আইরিন: আইরিন ইতিমধ্যে কাজ শেষ করেছেন তিনটি চলচ্চিত্রের। এগুলো হলো— ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল, প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা এবং এই তুমি সেই তুমি। তিনটি চলচ্চিত্রই এ বছর মুক্তি পাবে। এ ছাড়া আরও কটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
রুহী: মডেল রুহীর চলচ্চিত্রে অভিষেক ঘটে গত বছর। তার অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে— মায়ানগর, জিরোডিগ্রী, থ্রি ইলিগ্যাল। পাশপাশি কলকাতার ‘গ্লামার’ এবং ‘স্পর্শ’ চলচ্চিত্রেও কাজ করছেন তিনি।। সবগুলো চলচ্চিত্রই এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আলিশা: আলিশা প্রধান অভিনীত চলতি বছর বড় পর্দায় আসছে চাষী নজরুল ইসলাম পরিচালিত ভুল যদি হয়, অন্তরঙ্গ; ইসমত আরা শান্তির ‘মায়ানগর’; খাজা তারেকের ‘জলে ভাসা পদ্ম’, রাফায়েলের ‘৬৯ পাতলা খান লেন’ ইত্যাদি নিয়ে। আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় শুরুর কথা রয়েছে আলিশার।
পরীমনি: ছবি মুক্তির আগেই যে কজন অভিনেত্রী আলোচনায় এসেছেন তাদের মধ্যে পরীমনি অন্যতম। তার অভিনীত রানা প্লাজা ও ভালোবাসা সীমাহীন, ইনোসেন্ট লাভ, মন জুড়ে তুই চলচ্চিত্রগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ভালোবাসার চেয়ে একটু বেশি, গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’সহ আরও ৮টি চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমনি। এ ছাড়া শাকিব খানের বিপরীতে ‘ধূমকেতু’ এবং বাপ্পীর বিপরীতে ‘লাভার নাম্বার ওয়ান’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে শীঘ্রই।
প্রসূন আজাদ: লাক্স তারকা প্রসূন আজাদের বড় পর্দায় অভিনয়ে অভিষেক নায়করাজ রাজ্জাকের রাজলক্ষ্মী প্রোডাকশনের ‘কার্তুজ’ চলচ্চিত্রে। এর নির্দেশনা দিচ্ছেন বাপ্পারাজ এবং পাণ্ডুলিপি তৈরি করেছেন ছটকু আহমেদ। এতে তার সহশিল্পী সম্রাট। অন্য দিকে কাজী হায়াতের ‘মরণ নেশা ইয়াবা’ ও ‘রাজা গোলাম’ চলচ্চিত্রেও অভিনয় করছেন প্রসূন। চলতি বছরই চলচ্চিত্রগুলো মুক্তি পাবে। এ ছাড়া আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ শুরুর কথা রয়েছে তার।