বিশ্বকাপের নতুন গানটি নিয়ে কিছু বলুন।
বিশ্বকাপ ফুটবল নিয়ে ২০১০ সালে আমি একটি গান তৈরি করেছিলাম। সেটির শিরোনাম ছিল 'গোল গোল'। এবার গানটির দ্বিতীয় ভার্সন তৈরি করেছি। শিরোনাম একই। গানটি হলো 'এক গোলে বিশ্ব কাঁপে/থেমে যায় সব যুদ্ধ/ফুটবল বাঁচার প্রেরণা/ জীবন করে শুদ্ধ'। লিখেছেন শহিদুল আজম। সুর করেছি আমি। সংগীত পরিচালনা করেছেন আজম বাবু।
এর আগে আপনি ক্রিকেট নিয়ে একটি গান করেছিলেন।
হ্যাঁ, আমি বিশ্বাস করি একমাত্র খেলাই পারে আমাদের বিশ্ব থেকে সব ধরনের হানাহানি দূর করতে। সে লক্ষ্যেই ১৯৯৮ সালে বাংলাদেশে মিনি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করা হয়েছিল। তখন একটি গান তৈরি করেছিলাম। শিরোনাম ছিল 'ক্রিকেট ক্রিকেট'। খেলা নিয়ে সেটিই ছিল আমার প্রথম গান। ফাইনাল খেলার দিন মাঠে আমি আর শাকিলা জাফর গানটি গেয়েছিলাম। ইএসপিএন আর স্টার স্পোর্টসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের দর্শক তা দেখেছিল।
নতুন অ্যালবামটির কি খবর?
এবার ঈদ উপলক্ষে 'জলছবি' শিরোনামের আমার ২৬তম একক অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা আছে। প্রথম শোনা যাবে গ্রামীণফোনে। পরে অডিও অ্যালবাম আকারে তা বাজারে আসবে। এই অ্যালবামটিতে গান লিখেছেন কবির বকুল, মিলন খান, শহীদুল্লা ফরায়েজী, উৎপল দাস ও লিটন অধিকারী রিন্টু। এবারের অ্যালবামটি আমি একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো হবে।
কিশোর কুমারের গান নিয়ে যে অ্যালবামটি করার কথা ছিল সেটির কি খবর?
আমি ছোটবেলা থেকেই কিশোর কুমারের গানের ভক্ত ছিলাম। তার গান আমাকে অনেক ছুঁয়ে যায়। তাই ভারতের মুম্বাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে কিশোর কুমারের জনপ্রিয় ১০টি গানের মিউজিক ট্র্যাক কিনেছি। আর এখন তাতে কণ্ঠ দিচ্ছি। এরই মধ্যে পাঁচটি গানের কাজ শেষ করেছি। আশা করি এই বছরই অ্যালবামটি প্রকাশ করব।
জনপ্রিয় ২০টি গান নিয়ে অ্যালবামটির কি খবর?
এই অ্যালবামটির কাজ আমি শুরু করেছিলাম অনেক আগে। আমার এই অ্যালবামটিতে স্থান পাবে আশির দশক থেকে এ পর্যন্ত আমার প্রকাশিত জনপ্রিয় গানগুলো। গানের তালিকায় থাকছে_ 'হ্যামিলনের বাঁশিওয়ালা', 'যে বাঁশি ভেঙে গেছে', 'এ আমার শেষ চিঠি', 'কৃষ্ণচূড়ার ছায়ায় ছায়ায়', 'মরণ যদি তোমার প্রেমে', 'কোনো এক সন্ধ্যা', 'এ মন আমার পাথর তো নয়', 'প্রিয়জন', 'ভাবতে পারি না', 'নীল চাদোয়া'সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান।
আপনার শিল্পীজীবনের ৩০ বছর নিয়ে কিছু বলুন।
আমার প্রথম অ্যালবাম হ্যামিলনের বাঁশিওয়ালা ডিসকো থেকে বেরিয়েছিল ১৯৮৪ সালে। ওই হিসাবে আমার শিল্পীজীবনের ৩০ বছর পূর্তি হচ্ছে এবার। এরপর বেরিয়েছে আমার ২৫টি একক অ্যালবাম।
আলী আফতাব