চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম এখন শঙ্কামুক্ত। সেরে উঠছেন তিনি। তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে। গুণী এই নির্মাতা বলেন, গত মাসে পেটের তীব্র ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলাম। খাওয়া-দাওয়াও করতে পারছিলাম না। তাই উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যাই। পরীক্ষা-নিরীক্ষায় লিভারের সমস্যা ধরা পড়ে। চিকিৎসক জানান, কমপক্ষে এক মাস ওই হাসপাতালে চিকিৎসা নিতে হবে। কারণ এই চিকিৎসায় দীর্ঘ সময় দরকার। কিন্তু আর্থিক সঙ্গতি ও দেশে কাজ থাকার বিষয়টি চিকিৎসককে জানালে ঢাকায় এই চিকিৎসা সম্ভব বলে জানান তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন ও স্বাভাবিক কাজকর্ম করছেন চাষী নজরুল।