অশোভন আচরণের অভিযোগ তুলে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে খবরের শিরোনাম হলেন বলিউডের অভিনেত্রী শ্রুতি হাসান। 'ইয়ারা' ছবির শুটিংয়ের কাজে ভারতের দেরাদুনে অবস্থান করছেন প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। স্থানীয় একটি হোটেলে শ্রুতির থাকার ব্যবস্থা করা হয়েছে। সমপ্রতি মধ্যরাতে মদ্যপ অবস্থায় শ্রুতির ঘরের দরজায় কড়া নাড়েন এক ব্যক্তি। এভাবে অশোভন আচরণ করায় পরে রাজপুর থানায় অভিযোগ দায়ের করেন শ্রুতি হাসান। এ প্রসঙ্গে রাজপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শ্রুতির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তকাজ শুরু করেছে পুলিশ।