'ফরারি কি সাওয়ারি' মুভিতেই আইটেম গানে দেখা গিয়েছিল বিদ্যা বালনকে। এরপর আর কখনো তা করেননি তিনি।
সম্প্রতি 'ববি কো সব মানুম হ্যায়' নামের একটি ব্লগ চালু করেছেন বলিউডের এই অভিনেত্রী। এটা স্রেফ নিজের আপকামিং ছবি 'ববি জাসুস' প্রমোট করার জন্যই করা। মুভিটিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।
এক ইভেন্টে বিদ্যা সাফ জানিয়েছেন, 'অামি আইটম সং আর করবেন না কারণ এই ধরনের আইটেম সং অামার একেবারেই পছন্দ না। 'ডার্টি পিকচার' মুভিতেও সাংঘাতিক সাহসী ভূমিকায় দেখা গিয়েছিল বিদ্যাকে। তবে কি এমন হলো যে আইটেম গানে না জানিয়ে দিলেন? একথা অবশ্য বিদ্যা নিজের ভালো করে দিতে পারবেন।
'ববি জাসুস' মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।এতে বিদ্যার বিপরীতে অাছেন আলি ফৈজলকে।