হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন ফের ঘরছাড়া হয়ে গেলেন। তিনি জানিয়েছেন যে, মার্চে মাসে ‘লাইফ’ মুভির শ্যুটিং করতে টোরেন্টো গিয়েছিলেন। সেখান থেকে ফিরে দেখেন তার বাবা মা বাড়িতে এসে উঠেছেন। তাই তিনি ঘরছাড়া হয়ে ঘুরছেন।
এক সাক্ষাৎকারে প্যাটিনসন জানান, ‘আমি একজনের কাছ থেকে এই বাড়ি ধার নিয়েছি। কিন্তু আমার বাবা মা আমার অনুপস্থিতিতে এই বাড়ি তাদের থেকে নিয়ে নেন। আমি টরেন্টো থেকে ফিরে আসলে তারা আমাকে বাড়ি থেকে বের করে দেন। তাই আমি এখন ঘরছাড়া হয়ে গেছি।'
প্যাটিনসন এর আগে ২০১২ সালে প্রেমিকা ক্রিস্টন স্টীবার্টের থেকে আলাদা হওয়ার পর ফুটপাথে শুয়েছিলেন। তার জিনিষপত্র কোথায় রাখা হয়েছে তাও তিনি জানেন না।