বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সফলতার পিছনে তার স্ত্রী টুইঙ্কেলের অবদান রয়েছে। এটা তিনি নিজেই স্বীকার করেছেন। তার কাছে বিয়ে সৌভাগ্যের মতো।
অক্ষয় জানিয়েছেন, 'ওর ভাল ভাগ্য আমার ক্ষেত্রেও কাজ করেছে। আমার সব সিন্ধান্তে ও আমার সঙ্গে থেকেছে আর প্রতিটা মূহুর্তে আমার পাশে দাঁড়িয়েছে।' কিন্তু এর পাশাপাশি অক্ষয় এমনও বললেন যে সুখী দম্পতি মানে এই নয় যে কেউ একে অপরের কাজে দখলদারি করবে।
অক্ষয় বললেন, 'লোকে যখন বলে একজন সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন তার মানে এই নয় যে একজন স্ত্রী তার অভিনেতা স্বামী কোন ছবি করবেন তার চিত্রনাট্যটাও পড়ে ফেলবেন। টুইঙ্কেলের নিজের জীবন রয়েছে আর ও সেটা নিয়েই ব্যস্ত থাকে। ও খুব খুশি যে আমাদের একটা ভাল পরিবার আছে আর আমরা সকলে একসঙ্গে থাকি।'
অক্ষয় ও টুইঙ্কেলের বিয়ের প্রায় ১৩ বছর হয়ে গেছে আর এই বলিউড দম্পতির দুটি সন্তানও রয়েছে।