কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আমন্ত্রণে বাংলাদেশের নেতৃস্থানীয় নৃত্যদল 'নৃত্যাঞ্চল' ২৩ জুন কলকাতায় লোকজ নৃত্যনাট্য 'মহুয়া' মঞ্চস্থ করবে। কলকাতার বিড়লা সভাগৃহের মিলনায়তনে মঞ্চায়ন হবে। নৃত্যনাট্যটির প্রধান তিনটি চরিত্রে রূপ দিয়েছেন : শামীম আরা নীপা (মহুয়া), শিবলী মোহাম্মদ (নদের চাঁদ) ও বেলায়েত হোসেন খান (হোমরা বাইদ্যা)। নৃত্যনাট্যটি গ্রন্থনা করেছেন শহীদুল ইসলাম, নৃত্য পরিকল্পনা ও পরিচালনা করেছেন শামীম আরা নীপা। নৃত্যাঞ্চলের ২৫ সদস্যবিশিষ্ট শিল্পী দল ২১ জুন কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে ও ২৫ জুন ঢাকায় ফিরে আসবে।