নির্মিত হলো পরিচালক রেজওয়ান সিদ্দিকী অর্নবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'দ্য স্যু মেকার লাইফ'। এই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে একটি মুচি পরিবারকে কেন্দ্র করে। যার সংসারে অভাব ক্রমাগত লেগে থাকে। ছেলেদের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারে না। তবে মুচি স্বপ্ন দেখে তার সন্তান একদিন স্কুলে যাবে, লেখাপড়া করবে। তবে স্বপ্ন আর বাস্তবে পরিণত হয় না। এদিকে মুচির স্ত্রী একটু ভালো থাকার আশায় পরকীয়ায় জড়িয়ে পড়ে এলাকার পাতি মাস্তান সবুজ মণ্ডলের সঙ্গে। বিলিয়ে দেয় তাকে নিজের সব কিছু। এভাবে এক রাতে ছেলে-মেয়েদের মায়া ত্যাগ করে সবুজ মণ্ডলের হাত ধরে পাড়ি দেয় অজানা সুখের আশায়। চিত্রনাট্য লিখেছেন মিনহাজুর রহমান নয়ন। এতে অভিনয় করেছেন ইকবাল মাহামুদ, মুক্তা, আফসার বাবু, সেলিম মালিক, আক্তারুল আলমসহ আরও অনেকে। সম্পাদনার কাজ শেষ হলে স্বল্পদৈঘ্য চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে বলে পরিচালক জানান।