বিশ্বকাপ জ্বরে কাঁপছে এখন বিশ্ব। প্রিয় দল, প্রিয় খেলোয়াড়দের নিয়ে ভাবছেন তারকারাও। বিশ্বকাপ নিয়ে নানা ভাবনার কথা বলেছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ফুটবল বিশ্বে এখন উৎসবে পরিণত হয়েছে। আমি না চাইলেও কোনো না কোনোভাবে আমার অংশগ্রহণ হয়ে যাবে। বরাবরই আমার প্রিয় খেলা ফুটবল। তাই ফুটবল নিয়ে আমার উন্মাদনার শেষ নেই। যেহেতু এই উৎসবে বাংলাদেশ থাকছে না। আমার প্রিয় বাংলাদেশ ছাড়া আমি অন্য কোনো দেশকে ভালোবাসতে পারি না। তাই ওইভাবে আমার কোনো ফেভারিট দল নেই। তবে আমার কাছে আগে পেলে-ম্যারাডোনার খেলা অনেক ভালো লাগত। এখন ভালো লাগে মেসির খেলা।