উত্ত্যক্ত করার অভিযোগে সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতি জিনতার দায়ের করা মামলা নতুন মোড় নিয়েছে। সম্প্রতি নেস ও প্রীতির উত্তপ্ত বাগযুদ্ধের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে জিনিউজ। ফুটেজে সাবেক এ প্রেমিক যুগলকে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেলেও প্রীতির হাত ধরে নেস টানাহেঁচড়া করেছেন কিনা, তা বোঝা যায়নি। নেস-প্রীতির ঝগড়ার পিছনের কারণ সম্পর্কে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, ৩০ মে ছিল নেসের ৪৪তম জন্মদিন। ওই দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেস তার মা ও আত্দীয়স্বজনদের নিয়ে খেলা দেখতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, তাদের জন্য বরাদ্দ করা আসন দখল করে বসে আছেন প্রীতি ও তার বন্ধুরা।