তার প্রিয় চীনা পরিচালকের নাম জানতে চেয়েছিলেন ভক্তরা আর তাতেই বাধল বিপত্তি। উত্তরে তাইওয়ানিজ পরিচালক অ্যাং লি-এর নাম নেওয়ায় চীনারা ক্ষেপেছেন মার্কিন তারকা অ্যাঞ্জেলিনা জোলির ওপর। নিজের নতুন ছবি 'ম্যালেফিসেন্ট'-এর প্রচারণার জন্য চীনে এসে ভক্তদের রোষের মুখে পড়লেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। এ বিষয়ে জোলির বক্তব্য, 'আমি জানি না আপনারা অ্যাং লিকে চীনা মনে করেন কিনা।
তিনি তাইওয়ানিজ হলেও চীনা ভাষার বহু সিনেমা বানিয়েছেন এবং সেগুলোতে বহু চীনা অভিনেতা ও শিল্পীরা কাজ করেছেন। জোলির এমন মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হন চীনারা। এ নিয়ে অনলাইনেও জোরেশোরে শুরু হয়েছে বিতর্ক।