ভালোবাসার চতুষ্কোন
এনটিভিতে আজ রাত ৯.৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসার চতুষ্কোন'। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার হচ্ছে। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বি। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন,
মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাবি্বর, শামসুল আলম বকুল, ফেরদৌসী লিনা, খালেকুজ্জামান, বকুল প্রমুখ। তিন জোড়া মানব-মানবীর ভালোবাসার গল্প।
'ভালোবাসা কারে কয়'
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসা করে কয়'। মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় 'ভালোবাসা কারে কয়' ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাবি্বর, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
'অ'-এর গল্পে
অসম প্রেমের প্রতিশোধের শিকার ব্যবসায়ীর গল্প, দেখবেন আজকের 'অ'-এর গল্পে। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। শামীম শাহেদ-এর উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন শারমিন হায়াত দীপা, শাহ আলম দুলাল, রুনা, হাসিনা সাফিনা বানু প্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। নাটকটি বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৯টা ০৫ মিনিটে।
তৃতীয় মাত্রা
চ্যানেল আই'র প্রতিদিনের আয়োজন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান গ্রামীণফোন তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন বাংলাদেশের মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বর্তমান ও প্রাক্তন সামরিক ও বেসামরিক আমলা, শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ। এটি প্রচার হবে আজ রাত ১ টা ও সকাল ৯.৪৫ মিনিটে।