T-20 ক্রিকেট সং এর পর 'অনুরূপ আইচ' এর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে চারটি ভিন্ন ভাষায় বিশ্বকাপ ফুটবল নিয়ে গান 'আলো জ্বেলে দাও'। গানটি গত ফুটবল বিশ্বকাপের আলোচিত গান 'ওয়েভিং ফ্লাগের' কভার সং। গানটিতে কণ্ঠ দিয়েছেন খন্দকার বাপ্পি, ইশরাক হুসেন, বাপন শাহরিয়ার, নুজহাত। গানটির কথা লিখেছেন ইমরান হোসেন। সংগীতে ইশরাক হুসেন।
এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, গানটি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশবাসীর জন্য ছোট্ট একটা উপহার। গানের কথা থেকে শুরু করে কণ্ঠশিল্পী সকল ক্ষেত্রে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। ইশরাক ও বাপ্পির পাশাপাশি বড় দুজন নতুন শিল্পী দেখা যাবে। দেশী টায়রোর ব্যানারে ভিডিও চিত্রটি নির্মান করেছেন 'ফারুক নিপু' ইতিমধ্যে সব চ্যানেলে গানটি প্রচারিত হচ্ছে। জি সিরিজের ব্যানারে শীঘ্রই বাজারে মিক্সড এ্যালবামে গানটি পাওয়া যাবে। এ প্রসঙ্গে বাপ্পি বলেন,' বিশ্বকাপের এই গানটি যাতে সবাই বুঝতে পারে তার জন্য আমরা চারটি ভাষাই গানটি করেছি। আশা করছি, দর্শকদের গানটি ভালো লাগবে।