শাহরুখ, সালমান, আমির_ তিন খানকেই চান বলে মন্তব্য করলেন সানি লিওন। তবে একসঙ্গে নয় একে একে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় করা লিওনের ইচ্ছার তালিকায় শীর্ষে রয়েছে। 'রাগিনি এমএমএস টু'-খ্যাত ওই অভিনেত্রী বলেন, 'আমি তিনজনকেই চাই। তবে একসঙ্গে নয়। কারণ আমি তাদের একজনকে অপরজনের সঙ্গে মেলাতে চাই না।' লিওন আরও বলেন, 'প্রতিটি অভিনেত্রীরই স্বপ্ন থাকে খানদের সঙ্গে অভিনয় করার। আর সুযোগ পেলে আমিও তা লুফে নেব।' রানভির সিংয়ের সঙ্গেও অভিনয়ে আগ্রহী লিওন। তিনি জানান, যারা তার সঙ্গে কাজ করতে আগ্রহী তাদের তিনিও গুরুত্ব দেবেন।'