কুড়িজন খুদে হঠাৎ হাজির ভারতের রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়িতে। এদের মধ্যে কারও বয়স ছয় বছর। কারও বয়স দশ বছর। তাদের হাতে একটি হিন্দিতে, একটি ইংরাজিতে লেখা মিসিং ডায়েরি।
তাদের দাবি, আমাদের সাংসদ 'বাবুল কাকু' মিসিং। তাকে আসানসোলে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। 'বাবুল কাকু' আমাদের বলেছিল, কহো না প্যায়ার হ্যায় গান শোনাতে আসবে। আর তো আসেনি। পুলিশ এই মিসিং ডায়েরিটি গ্রহণ করেছে।
বাবুল এ বিষয়ে বলেন, 'কী বলব বলুন তো ! একের পর এক মিথ্যে অভিযোগ করেও যখন কাজ হল না, তখন বাচ্চাগুলোকে থানায় পাঠানো হল। খোঁজ নিয়ে দেখুন, বাইরে কারা ছিল।'