একসময় গানের জুটি ছিলেন শাকিলা জাফর ও রবি চৌধুরী। দুজনে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। কিন্তু এখন আর তাদের একসঙ্গে গান গাওয়া হয় না। কিন্তু রয়ে গেছে দুজনের অসংখ্য গান। সেই গান নিয়ে এবার তারা সরাসরি শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। আজ রাজধানীর উত্তরা ক্লাবে তারা একসঙ্গে গান গেয়ে শোনাবেন। কনসার্টে দীর্ঘদিন পর একসঙ্গে গান করা প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, 'শাকিলা আপার গান আমার বরাবরই ভালো লাগে। কয়েক বছর আমাদের একসঙ্গে গাওয়ার সুযোগ হয়নি। একই মঞ্চে তার সঙ্গে আবার গাওয়ার জন্য মুখিয়ে আছি আমি।'
সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শাকিলা ও রবি টানা ১৫-২০টি গান গেয়ে শোনাবেন। শাকিলা জাফর জানান, আগামী ২৬ জুন গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে একক কণ্ঠে গান গাইবেন তিনি।