প্রায় ছয় মাস আমেরিকা-ইউরোপের বেশ কয়েকটি দেশে ভ্রমণ শেষে দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। সেখানে স্টেজ শোর পাশাপাশি তার একমাত্র ছেলে মহারাজ অমিতাভের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। ছেলের ইউনিভার্সিটি এবং সেখানে অবস্থানের বিষয়টি ঠিকঠাক করতেও বেবীকে অনেকটা সময় আমেরিকায় থাকতে হয়েছে। দেশে ফিরেই নিজের ৫০তম একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। অ্যালবামটির সুর করেছেন বেবী নাজনীন ও আদনান খান। সব ঠিক থাকলে আসছে রোজার ঈদেই সঙ্গীতা থেকে প্রকাশিত হবে অ্যালবামটি। বেবী জানিয়েছেন, ভিন্ন ভিন্ন স্বাদের গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছেন তিনি।