সম্প্র্রতি 'বলিউড বাদশাহ' শাহরুখ খানের টুইটার অনুসারীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। তবে এখনো 'শাহেনশা' তারকা অমিতাভ বচ্চনের টুইটার রাজত্বে হানা দিতে পারেননি কিং খান। ৯০ লাখেরও বেশি অনুসারী নিয়ে বর্তমানে টুইটারে রাজত্ব করছেন ৭১ বছর বয়সী তারকা অভিনেতা অমিতাভ বচ্চন। শাহরুখ টুইটারে যোগ দেন ২০১০ সালে। চার বছরে ৮০ লাখ অনুসারী জুটিয়ে ভালোই সাফল্য দেখালেন এ তারকা। টুইটার অনুসারীর সংখ্যার বিবেচনায় তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী আমির খান ও সালমান খান। তাদের দুজনেরই অনুসারীর সংখ্যা ৭০ লাখের কিছু বেশি। ৮০ লাখ টুইটার অনুসারী পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন শাহরুখ।