বলিউডে তাকে সবাই ঐশ্বরিয়ার ডুপ্লিকেট বলেই চেনে। সালমানের হাত ধরে ছবিতে মুখ দেখিয়ে ফের হারিয়ে গিয়েছিলেন স্নেহা উল্লাল। 'বেজুবান ইস্ক' ছবি নিয়ে এবার ফের একবার বলিউডে পা রাখতে চলেছেন স্নেহা।
গোপন সূত্রের খবর, অজ্ঞাতবাস থেকে ফিরে এসে বেশ মন দিয়েই অভিনয় করছেন স্নেহা। ছবির চরিত্রে এতটাই হারিয়ে গেছেন তিনি যে একটি ইমোশনাল সিনে কেঁদেই ফেললেন।
ডিরেক্টরের চোখ এড়ায়নি এই ঘটনা। তিনি সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে এক টেকেই শট ওকে করিয়ে নিলেন।